দুঃস্বপ্নের এই বুক জুড়ে
মধ্যরাতে হঠাৎ করে
-উড়ে আর উড়ে,
হাহাকারের এক অন্ধ পেঁচা।
বুক ছিড়ে যায়-বুক মরে যায়
খালি বিছানায় একলা মানুষ
-দীর্ঘশ্বাসের হাপুস হুপুস,
একেই বলে মরা-বাঁচা।
————————
রশিদ হারুন
০১/০৩/২০২০