বুকে কি লাগলো? গরম বাতাস?
গোপনে নিশ্বাস ফেলোনিতো?কাঁদছে আকাশ!
পুড়ে গেলো বুক,
উড়ে গেলো সুখ!

ঘরের আয়নাটা অভিশাপে মরে, এই জীবন অন্ধ জোনাকী।
যৌবনের আস্তর ঝরে পড়ে, জীবনের অংকে ফাঁকি।

পোড়া বুকের ছাই শহরে উড়ে, আমি কানামাছি,
মন খারাপের গুজব দেওয়াল জুড়ে, তবুও বেঁচে আছি।

ডাকপিয়নের মতো ঠিকানা খুঁজি, দমবন্ধ দিন,
তুমি নিরূদ্দেশ!আমার বেঁচে থাকা খুব কি কঠিন?
———————
র শি দ  হা রু ন
০১/১১/২০২১