ভোর বেলা হঠাৎ বৃষ্টির ঝাপটায়
খোলা জানালার জল
আমাকে আর ঘুম বিছানাটাকে ভিজিয়ে দিচ্ছে বারবার।

এমন বৃষ্টির দিনে  তুমি বাড়িতে নেই,
থাকলে কি হতো আজ?
একটা দুটা জানালা বন্ধ করে কী হবে!

আকাশ  ডাকছে,
লাবণ্যহীন এই সকালে
মন কাঁদছে বারবার।

মা,
তুমি কি কবরে থেকেও
বৃষ্টির দিনের এই সকালে
আমার খোলা জানালার কথা ভাবছ?

মা,
তুমি নেই,
ভিজে যাক আমার সব কিছু,
তবুও আজ জানালা বন্ধ করবো না।
—————————-
র শি দ  হা রু ন
০৯/১০/২০২২