উড়ে আকাশে অস্হির এক
সুঁতো কাটা ঘুড়ি

বৃষ্টির বাতাসে অচেনা জানালায়
আমি কান্না হয়ে ঝরি

ও নাটাইওয়ালা, ঘুড়ির সুতো
বেশি ছাড়তে নেই

আমার যে ঘুড়ি নেই তবুও সুতোতে রংগিন মান্জা দেই

এ যে আমার আবেল তাবোল মন
রোদে পুড়িস,বৃষ্টিতে ভিজিস, বাতাসে উড়িস সারাক্ষন
একবার তুই বুকের ভিতর
কান পেতে শোন।

ও নাটাইওয়ালা, ঘুড়ির সুতো
বেশি ছাড়তে নেই
আমার যে ঘুড়ি নেই তবুও সুতোতে রংগিন মান্জা দেই

মন ,
চল মায়ার ফাঁদে একটা বাবুই পাখি ধরি
জ্যোৎস্না আলোতে  চাঁদের বুকে তুই চরকা কাটার বুড়ি

প্রচন্ড ক্ষুধাতে ভাতের সাথে তুইতো ডালের চরচ্চড়ি

তোর অভাবে বুকের ভিতর

আমি যে বার বার মরি।


কানামাছি স্বপ্ন দেখে
ভোঁ ভোঁ করে উড়ে

একদিন ছুয়ে দিবো  রাজা -রানী
মন খারাপের কোনো ভোরে


শরীরে রোদ্দুর,শরীরে আঙুল
আমি ভিষন ভালোবাসি

নাটাই আর ঘুড়ি থাকনা চিরোদিন একটি ঘরে পাশাপাশি

ও নাটাইওয়ালা, ঘুড়ির সুতো
বেশি ছাড়তে নেই
আমার যে ঘুড়ি নেই তবুও সুতোতে রংগিন মান্জা দেই


রশিদ হারুন
১৫/১০১৮