মধ্যবিত্ত বেঁচে আছে
মধ্যবিত্ত সুখে আছে
মধ্যবিত্তের ঘুম ভাঙে
মধ্যবিত্ত আতংকে থাকে
মধ্যবিত্ত স্বপ্ন দেখে
স্বপ্ন মধ্যবিত্তকে দেখে না!
মধ্যবিত্তের বিত্ত নেই
মধ্যবিত্তের মুখোশ আছে
বিত্তের মুখোশের ওজন বাড়ে
মধ্যবিত্তের শরীরের ওজন কমে
মধ্যবিত্ত স্বপ্ন দেখে
স্বপ্ন মধ্যবিত্তকে দেখে না।
মধ্যবিত্ত অভিনয় জানে
মধ্যবিত্ত ভাব জানে
মধ্যবিত্ত চুপ থাকে
মধ্যবিত্ত বুকে কথা বলে
মধ্যবিত্ত স্বপ্ন দেখে
স্বপ্ন মধ্যবিত্তকে দেখে না।
মধ্যবিত্তের অহং বেশি
মধ্যবিত্ত চাকরি করে
মধ্যবিত্তের সেভিংস কম
মধ্যবিত্ত হাসপাতাল ভয় পায়
মধ্যবিত্ত ঘরকে হাসপাতাল বানায়
মধ্যবিত্ত স্বপ্ন দেখে
স্বপ্ন মধ্যবিত্তকে দেখে না!
মধ্যবিত্ত কম খায়
মধ্যবিত্ত ভয় পায়
মধ্যবিত্ত বেঁচে থাকে
মধ্যবিত্ত প্রতিদিন মরে
মধ্যবিত্ত স্বপ্ন দেখে
স্বপ্ন মধ্যবিত্তকে দেখে না।
————
র শি দ হা রু ন
মন্ট্রিয়াল, কানাডা
০৮/১২/২০২৩