মধ্য রাতে প্রিয় এক বন্ধুর ফোন কলে ঘুম ভেঙে গেলো।
আধো ঘুম আধো জাগরণে
আমি তার কষ্টের কথা শুনলাম।
সে তার অপমানের গল্প, প্রতারিত হওয়ার গল্প,
হাহাহকার আর আক্ষেপের কথা শুনালো,
তারপর হঠাৎ করেই
–‘রাখলাম’ বলে ফোনের লাইন কেটে দিলো।
সেই সারারাত আমি প্রিয় বন্ধুটির
সব কষ্ট আমার শরীরে আর বুকে মেখে
এক দীর্ঘ অঘুমে কাটালাম।
এখন প্রতি রাতেই একবার করে আমি ফোন দেই বন্ধুটির অবস্থা জানার জন্য,
অথচ বন্ধুটি তার ফোনের রিংয়ের শব্দও টের পায়না।
আমার বন্ধুটি প্রতিরাতে এখন কি এক গভীর শান্তিতে ঘুমায়!
অথচ আমি প্রতি রাত
দীর্ঘ অঘুমে কাটাই
প্রিয় বন্ধুটির অপমানের,
প্রতারিত হওয়ার,
হাহাহকারের আর আক্ষেপের
সেই তীব্র কষ্টের কথা ভেবে ভেবে।
————-
র শি দ হা রু ন
২৯/১১/২০২০