অনেকদিন ধরেই
অদ্ভুত চাঁদ রাতের আকাশে,
আর অদ্ভুত ভালোবাসার শব্দ
ভেসে আসে আমার জানালায়,
দেওয়ালের ওপারেই কারা যেনো ভালোবাসে
গভীর রাত্রিতে প্রতিদিন।
আর আমি জেগে থাকি
সারারাত
নিঃসঙ্গ বিছানার দিকে তাকিয়ে
অদ্ভুত নিঃসঙ্গতায়,
অভিমানে আর অক্ষমতায়।
————————
রশিদ হারুন
১৩/০৭/২০১৯