তোমার রাতের জানালায়
এক মুঠো শীত গত কয়েকদিন ধরে সারারাত ধরে অপেক্ষা করে-
কখন তুমি রাতে একবার জানালা খুলবে,
শীতটুকু তোমার ঘরে ঢুকবে।
তারপর সকাল হলেই
সারাদিন উত্তর মেরু- দক্ষিন মেরু,
সুমূদ্র আর মহাকাশ ঘুরে
বিড়ালের মতো পথ চিনে চিনে-
রাতের বেলায়
আবার ঠিকঠাক মতো তোমার জানালায় এসে দাঁড়ায়।
তুমি একবার রাতের জানলা খুলে দেখো
ওটা শীত নয়!!
মাত্র একহাত দূরে দাঁড়িয়ে আছে
আমার ভালোবাসা।
———————————
রশিদ হারুন
০৩/০১২/২০২০