শুধু মাটিই জানে কতদিন লাগবে তার,
আমার শরীরকে আপন করে নিতে।

সে আমার শরীরের সকল
- চৈত্রদুপুরের গোপন পাপ, লালসা,
বুকের শিকলে আটকানো ক্রোধ কিংবা ঘৃনা,
- কুকুরের মতো বন্ধু কিংবা দুশমনদের লোভ, হিংসা,
-দেখা অদেখা বিশ্বাস নতুবা অবিশ্বাসের ভালোবাসা অথবা কষ্ট,
-কিছু রয়ে যাওয়া অলস স্মৃতি, মগজে শুয়ে থাকা আমার অমর বাল্যকাল।
- কিছু লিখিত আর অলিখিত প্রনয়ের চিঠি কিংবা কবিতা।
সবসহ আমাকে ক্ষমা করতে কতো সময় নিবে মাটি।

মানুষ হিসাবে আসলে আমি নিজেকেই হতাশ করেছি,
হতাশ করেছি তোমাদের সকলকে।
সাথে একটি সূর্য, কিছু ঘাস, একটি গাছ
অথবা বিধবা একটি চাঁদকে।

আমার সমস্ত মিথ্যার মধ্যে একমাত্র সত্য
আমার ধর্ম- মাটি।
তাই মাটির কাছেই আমার প্রার্থনা-
মাটি আমি তোমার কাছেই ফিরবো-
আমাকে আপন করে নিও আমার অন্তর্গত
‘আমাকে’ সহ।
——————————————
রশিদ হারুন
১৬/০৪/২০২০