দিন’টা ছিলো রবিবার,
প্রচন্ড বৃষ্টিতে দুজনেই টং এর চায়ের
দোকানে আশ্রয় নিয়েছিলাম,
সেদিনই পরিচয় হয়েছিলো তোমার সাথে
অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
বৃষ্টিতেও ভিঁজেছিলাম আহাল্লাদে।

আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা,
চা খেতে গেলেই শুধু বৃষ্টির কথা মনে পরে,
আর অল্প বৃষ্টিতেই চা্য়ের গন্ধ নাকে ভেসে আসে।

শুনেছি তুমি এই শহরেই এখনো থাকো,
আচ্ছা বলোতো, ‘মানুষ ভুলতে কতোদিন লাগে’।
——————————————
রশিদ হারুন
৩০/১০/১৮