অযথাই আমি তোমার প্রেমে পড়েছিলাম,
কোন কিছু চিন্তা ভাবনা না করে।
তাই আমি আহত হয়েছিলাম।
তারপর থেকে আমি আর উঠে দাঁড়াতে পারিনি - কখনো।

আহত আমাকে নিয়ে মানুষ যখন ফিসফিস শুরু করলো,
তুমি আমাকে একবারও টেনে তুললেনা।

বুঝলাম এতোদিনে.
-প্রেম হলে স্হির দাঁড়িয়ে থাকতে হবে,
পড়ে গেলে আহত হওয়ার সম্ভবনা থাকে।

মানুষ কেনো যে প্রেমে পড়ে!!!
———————————————-
রশিদ হারুন
১৫/০৬/২০২০