যারা আমাকে ঘৃনা করে
তাদের সেই ঘৃনা আমি জমিয়ে  রাখি আমার বুকের গোপন সিন্দুকে।

আমায় দেখলেই যারা আমাকে খুন করতে  উসখুস করে
তাদের ‌অনুভবও আমি সাজিয়ে রাখি থরে থরে সেই সিন্দুকে।

যারা আমার কবিতা পড়তে গিয়ে ছুঁড়ে ফেল দেয় নর্দমায়
সেই নর্দমা  থেকেও ভিজে কবিতা কুড়িয়ে একই সিন্দুকে রাখি।

একজন বোকা লম্বা মানুষের মতো আমার কালো চেহারা দেখে যারা করুনা কিংবা বিদ্রুপ করে,
তাও জমিয়ে রাখি একই বুকে।

যখন বুকের সিন্দুকের সবটা জায়গা পুরোপুরি ভরে যায়
তাদের এই সকল অনুভবে,
তখনই একদিন খুব ভোর দেখে বের হয়ে যাই
আমাদের পারিবারিক কবরস্থানে।
আমার নিজের জন্য নির্ধারণ করা কবরের মাটিতে
আমি যত্ন করে একটি কদমগাছ পালছি অনেকদিন ধরে।

বুকের সিন্দুকে জমিয়ে রাখা সেই সকল মানুষদের  ঘৃনা, ক্ষোভ আর অবহেলার অনুভব
ঢেলে দে‌ই সবকিছু  বুক থেকে আমার সেই কবরের মাটিতে কদমগাছের শিকড়ে।

সূর্য উঠার পর বাড়িতে ফিরি
মৃত আত্মীয়স্বজনদের কবরের মাটি
আমার বুকের সেই গোপন সিন্দুকে ভরে।

আসলে আমি শোধ নিচ্ছি নিজের উপর -
মানুষ হয়ে জন্মানোর শোধ!
খোদা,
আপনি আমাকে গাছ  করে কেন সৃষ্টি করলেন না?
গাছ হয়ে জন্মালে অন্তত কোন রাগ , ঘৃনা আর অপমান বুকে জমতো না।
কবরের কদম গাছটির  বুকের মতো বোধহীন একটি বুক
এখন আমার বড়ই প্রয়োজন।

খোদা আমাকে দয়া করুন,
একটি কদম গাছ বানিয়ে
আমারই কবরের মাটিতে দাঁড় করিয়ে দিন আমাকে।
———————————
‭‬
র শি দ  হা রু ন
২৬/১১/২০২০