কাল দুঃস্বপ্নে সারারাত ধরে নিজেকে দাফন করেছি,
নিজের কবর নিজেই খুঁড়েছি,
একা একা জানাজায়ও দাঁড়িয়েছিলাম নিজেরই লাশের।

সূর্যের আলোতে সারাদিন
ভুল করে একবারও আয়নায় তাকাইনি।
আমি লুকোতে চেয়েছি সবার কাছ থেকে,
এমনকি নিজের কাছ থেকেও।
মৃত মানুষ ভেবে সবাই যদি জোর করে কবরে রেখে আসে আমাকে,
অথবা আমি নিজে নিজেই চলে যাই
কোন এক কবরস্থানে থাকার জন্য।
————————————
র শি দ  হা রু ন

১৭/০৯/২০২০