রাস্তাঘাটে, মহল্লার রাস্তায়,
ক্যাম্পসে, এমন কি একাকী স্বপ্নেও
আমি যখনই বলি
“ভালোবাসো কি আমাকে?”
তুমি অবহেলা করে আমাকে
চোখে চোখ না রেখেই
অবলীলায় কাঁপা  কাঁপা কন্ঠে
বলো ফেলো ‘ঘৃনা করি’।

নারী,
পুরুষ মানুষকে ঘৃনা করলে
তার চোখের দিকে তাকিয়ে স্ট্রেইট বলো,
অন্য দিকে তাকিয়ে কাঁপা  কাঁপা কন্ঠে
তুমি যতই বলো ‘ঘৃনা করি’
পুরুষ শুনে ‘ভালোবাসি’।
———————————
রশিদ হারুন
২৬/০৯/২০১৮