ডাক্তার সাহেব বাচ্চা’র মা’কে বললেন,
“জোর করে খাওয়াবেন না,
ক্ষিধে লাগলে এমনি খাবে,
আপনার বেবী সম্পূর্ন সুস্হ আছে”
মা বললেন,
“খেতে চায়না একদমই,
আমার খুব কষ্ট লাগে,
তবুও একটা ঔষুধ দিন।”
কবিরাজ সাহেব বাচ্চা’র মা’কে বললেন,
“বাচ্চা’টার শরীরে ভাইটামিনের অভাব,
ঠিক মতন খাওন দিতে হইবো,
এই কবিরাজি ঔষুধ’টা কিনে খাওয়ায়,
ঠিক হয়ে যাবে।”
মা’ বললেন,
“ভাতই খেতে দিতে পারি না,
আবার ঔষুধ!
খুব কষ্ট লাগে,
ঠিক মত খাইতে দিতে পারি না”
মানুষের কতো রং এর কষ্ট যে পৃথিবীতে ঘুরে বেড়ায়,
যে শিশু ক্ষিধে পেটে ঘুমায় তার মা’র কষ্ট একরকম,
আর যে শিশুকে জোর করে খাওয়াতে হয়,
তার মা’র কষ্ট অন্যরকম।”
দেখুন ,পৃথিবীতে সব বদলিয়ে যাচ্ছে দিন দিন,
শুধু মা’র কষ্ট আর ক্ষিধের কষ্ট বদলালো না।
———————
রশিদ হারুন
১০/০৩/২০১৯