আইজুদ্দিন,
আপনি কোথায়?
ঢাকা শহরে এমাথা থেকে ও মাথা
আমি হন্য হয়ে আপনাকে খুঁজছি;
ঘরে বাইরে শরীর মনে সব জায়গায় অদৃশ্য ঝরো হাওয়ার সাথে
বিপন্ন বৃষ্টির জলে ডুব যাচ্ছে আমার সব সুখ,
আর আমি ডুবে যাচ্ছি এই ঢাকা শহরের বিষণ্ন মায়ার জালে।
আইজুদ্দিন,
আমিও আজকাল আপনার মতো কষ্টে আছি।
এক জীবনের অর্ধেক কমে যাচ্ছে রাস্তার জ্যামে প্রতিদিন,
আর বাকি অর্ধেক ভরে যাচ্ছে বোধহীন হাহাকারে।
ঢাকা শহর ভরে যাচ্ছে
মেট্রোতে, উড়াল সড়কে, উন্নয়নে,ফেস্টুনে,পোস্টারে,
মিছিলে, মিথ্যা বিপ্লবের স্লোগানে,
জোট-মহাজোটের নাটকের স্ক্রীপ্টে,
বাঁচার জন্য হাঁসফাঁস করা মানুষে,
প্রতারণা আর প্রতিশোধের খবরে-
শুধু ভালোবাসা নেই কোথাও।
কমে যাচ্ছে
আকাশের চাঁদ,
শরীরে পড়া বৃষ্টির ফোঁটা,
বুকের ইঞ্জিন সচল রাখার অক্সিজেন,
আর কমে যাচ্ছে মানুষের দাম,
তবুও ভালোবাসা নেই কোথাও।
আইজুদ্দিন,
তাইতো আপনাকেই খুঁজছি
আপনি এখন কেমন আছেন?
আপনার কষ্ট কি কমেছে?
আপনি কি আজকাল খুব সুখে আছেন?
যদি সুখে থাকেন তাহলে জানতে চাই,
কষ্ট আপনাকে কোন মন্ত্রের জোরে ছেড়েছে?
আমাকে কি সেই মন্ত্রটা শিখিয়ে দিবেন?
আর যদি এখনো কষ্টেই থাকেন
তাহলেও আপনাকে আমার দরকার।
আইজুদ্দিন,
আমি আপনার মতো একজন কষ্টের সহচর খুঁজছি,
সারারাত ঢাকা শহরের রাজপথের সব দেয়াল আমরা দখলে নিবো।
তারপর দেয়ালে দেয়ালে কষ্টের স্লোগানে রাতের ঢাকা শহরকেও কাঁদিয়ে ছাড়বো,
নতুন করে লিখবো-
“কষ্টে আছে আইজুদ্দিন”
“কষ্টে আছে রশিদ হারুন”
“কষ্টে আছে ঢাকা শহর।"
———————————
র শি দ হা রু ন
০৮/০৯/২০২২