শহরের সব ডাকবাক্সগুলো হঠাৎ করেই রাতের বেলা চুরি হয়ে গেছে অনেকদিন হলো,
আশ্চর্য এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথাই নেই!
সব জ্বালা হয়েছে শুধু আমার
-আমাকে বোধহয় কবুতর পালতে হবে
তোমাকে চিঠি পাঠাতে।
———————————
রশিদ হারুন
১০/১১/২০২০