কবি, কি খুঁজছো আকাশের দিকে তাকিয়ে?
- নদী খুঁজছি,
আকাশে’র গায়ে কিসের নদী!!
- আমার হারিয়ে যাওয়া বিষাদের নদী,
নদী’তো আকাশে থাকেনা?
যা মনে হয় বললেই হলো!
সব কবি’রা কি তোমার মত বানিয়ে বলে?
- আমার ভিতরের বিষাদগুলো ছটফট করতে করতে একসময় সাদা বক হয়ে যায়,
সাদা বকে’র ডানায় থাকে শুধুই
আমার জলে ভেঁজা আত্মা,
আমার জন্মের পর থেকে প্রতিদিনই, একটি সাদা বকের ডানায় আমার ভেঁজা আত্মা উড়তে উড়তে আকাশে হারিয়ে যায় ।
সেই ভেঁজা আত্মাই আজ নদী হয়ে আকাশে লুকিয়েছে।
আত্মা ছাড়া কবিতা লিখো তাহলে কি ভাবে?
- আমার হাহাকার’গুলো শুধু সেই নদীর জলে ভিঁজিয়ে থরে থরে গোপনে সাঁজাই সাদা কাগজে,
তারপর ‘মন খারাপের ভাংগা রোদে’ তাদের শুকিয়ে নেই।
শুকিয়ে গেলে সাঁজানো হাহাকার’গুলো কবিতা হয়ে যায়।
“একবার যার কবি হওয়ার সাধ জাগবে, সে মরবে,
না দেখা এক বিষাদের বিলাসিতায়,
“কবি হবে,আর বিষাদ পালবে না,
তা কি হয়!”
————-
রশিদ হারুন
২৭/০২/২০১৯