মি. মোদী বললেন,
“মানুষের ভালোবাসার দাম একেবারে মূল্যহীন করে দাও।
সাথে বুকের সব অভিমান আর হাহাকার কেড়ে নাও।
শুধু তাদের বুকে ধরিয়ে দাও পাহাড় পরিমান কষ্ট”।
মি. ট্রাম্প বললেন,
“মানুষের চোখের ছিড়ে ছিড়ে পড়া জল।
বিশ্বায়নের যুগে অর্থনৈতিক ভাবে একেবারে অচল।
কষ্ট শব্দটার অর্থ আমার বুকে একেবারে অস্পষ্ট”।
একজন কবি বললেন,
“রাত থেকে দিন- দিন থেকে রাত
বুকের ভিতরে অক্ষরের আগুনে পুড়ে পুড়ে যাই,
না ঘুমিয়ে ঘুমিয়ে বুকের ভিতর উড়ে শুধু একজীবনের ছাই”।
মোদী আর ট্রাম্প একসাথে যৌথ বিবৃতি দিলো,
“কবি’দের চেয়ে গাছের দাম বেশী।
তারচেয়ে বরং শীতের সময় কাঠের বদলে কবি’দের আগুনে পোড়ানো হোক”।
————————————————
রশিদ হারুন
২৫/০২/২০২০