আমার কাছে একজন বিপ্লবী আর
একজন কবি একই অর্থ,
আপনারা এখন কবি’র পরিবর্তে বিপ্লবী শব্দটি ব্যাবহার করতে পারেন।
এই ধরুন,
যে কবিতাটি সমাজ বদলায়
সেই কবি’ই বিপ্লবী,
আর যে বিপ্লবী’র শ্লোগান
মানুষ বুকে ধারন করে
সেই স্লোগানই কালজয়ী কবিতা।
‘কবিতা’ আর ‘বিপ্লবী স্লোগান’
দুটিই আসে অভিমান থেকে।
ভালোবাসার প্রতি অভিমান,
অবহেলার প্রতি অভিমান,
নিজের অক্ষমতার প্রতি অভিমান,
অন্যায়ের প্রতি অভিমান,
শাসকের প্রতি অভিমান।
অভিমানে কিছু মানুষ
কলম দিয়ে প্রতিবাদ করে,
অথবা কিছু মানুষ মুখে স্লোগান দিয়ে।
বিপ্লবী আর কবি
দু’জনেরই জন্ম অভিমান থেকে,
তাই আমার অভিধানে এখন থেকে
বিপ্লবী আর কবি একই অর্থ ।
—————————
রশিদ হারুন
০৩/০৮/২০১৮