ঘুমিয়ে ছিলাম মৃতের মতো,
বুকটা ছিলো হাট করে খোলা,
বুকের দরজা খোলা পেয়ে
প্রিয় বোকা স্বপ্ন’টা
ভুল করে বের হয়ে গেলো।
আমার এই স্বপ্ন’টা বুক থেকে
আগে কখনোই বের হয়নি,
রাস্তাঘাট সব কিছুই তার কাছে অপরিচিত,
ঘুম ভেংগে যাবার পর টের পেলাম
বুকের অনেকটুকু খালি,
বোকা স্বপ্ন’টা তার জায়গাতে নেই,
অস্হির হয়ে খুঁজা শুরু করলাম
প্রথমে শরীর,ঘর এর প্রতিটি কোনা,
তারপর মহল্লা ,শহর ,পুলিশ ইষ্টেশনে, হাসপাতাল কোথায় ও নেই।
মন খারাপ করে
বোকা স্বপ্ন’টার কথা ভাবি,
আহারে কি খায় , কোথায় থাকে?
ভুল করে ভুল মানুষের বুকে
ঢুকে পড়েনিতো বোকা স্বপ্ন’টা?
দিনের পর দিন
আমি না ঘুমিয়ে আছি,
বুকটা এখন খোলাই থাকে।
পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিলাম
“আমার প্রিয় একটা স্বপ্ন হারানো গিয়েছে,
গায়ের রং আকাশের মতো বদলায়,
দেখতে হাল্কা অথচ ওজনে অনেক ভারী,
ইচ্ছে করলে উড়তে পারে,
আবার জলেও ডুবতে পারে,
মাঝে মাঝে রোদ্দুর হয়ে কষ্ট দেয়,
আবার বৃষ্টি হয়ে অভিমান দেয়,
মন খারাপ থাকলে আবার বিরহী হয়ে
বুকে যন্ত্রনা ও দেয়।
আমি আদর করে
বোকা স্বপ্ন’টার নাম দিয়েছি ‘কবি’।
কেউ পেয়ে থাকলে দয়া করে
আমার বুকে ফেরত দিবেন”
উপযুক্ত পুরস্কৃত করা হবে”।
একদিন দিন খুব সকালে
একজন নারী বুকে টোকা দিয়ে বললো
“দেখুনতো এই স্বপ্নটা আপনার কিনা ?,
চেয়ে দেখি আমারই বোকা স্বপ্ন’টা
অপরিচিত এক নারীর বুকে বাসা বেঁধেছে,
আমাকে দেখে স্বপ্নটা একটুও ঝাপিয়ে পরলোনা!
শুধু লজ্জায় নারীর বুকের কোনে লুকালো।
নারী বললো ,
“আমি এই স্বপ্নের নতুন নাম দিয়েছি
‘ভালোবাসা’
আপনি কি ফেরত নিবেন?”
আমি বললাম -
“কবি’র সাথে ‘ভালোবাসা’ মানায় না
অভিমান হলে রাখতাম,
আপনাকেই দিয়ে দিলাম আমার প্রিয় স্বপ্ন”
বুকের খালি জায়গায় এখন
নতুন স্বপ্ন বাড়ছে,
নাম দিয়েছি “বিশ্বাস”।
———————-
রশিদ হারুন
০৩/০৫/২০১৮