অফিসে আসা যাওয়ার পথে
নতুন মহল্লার
একটি পাঁচতলা বাড়ির তিনতলায় চোখ আটকে যায় আমার প্রতিদিনই।
বারান্দায় একটি হলুদ শাড়ি ঝুলছে কয়েকদিন ধরে।
আমি প্রায়ই কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে শাড়িটা দেখি-
মাঝে মধ্যে দমকা হাওয়ায় উড়ে যেতে চায় সেটি।
কল্পনায় ভাবি
হয়তো কোনো নির্দয় পুরুষ ক্লিপ দিয়ে আটকে রেখেছে এটাকে।
কয়েদি শাড়িটি শুধু হাওয়ায় ভাসে না দেখা এক বন্দি নারীর হাহাকার আমার বুকে উড়িয়ে।
ইদানীং রাতে ঘুমাতে গেলেই
চোখ বুক জুড়ে এক হলুদ শাড়ি দাবড়িয়ে বেড়ায়।
অঘুমে আমার মন হারিয়ে যায়,
হারিয়ে যাওয়া সেই মন
হঠাৎ হঠাৎ চিৎকার করে কোথ্থেকে যেনো বলে ওঠে,
“আহারে!
কার শাড়ি হাওয়ায় ভাসে একাএকা এইভাবে!”
এখন অফিসে আসা যাওয়ার পথে
এক অপরিচিত বিষণ্নতা নিয়ে মনহারা আমি
সেই তিনতলার এই বারান্দায় তাকালেই দেখি,
একটা হলুদ শাড়ির পাশাপাশি ক্লিপ দিয়ে আটকানো
আমার হারিয়ে যাওয়া মনটা ঝুলছে রাতদিন ।
————-
র শি দ হা রু ন
১৮/০৯/২০২২