আমি দোতালার জানালা খুলে
মাঝে মাঝে সারারাত
আকাশে তাকিয়ে থাকি।

আমি তোমার জন্য
রাতের আকাশে সারারাত ডুবতে ডুবতে সাঁতরাই
অথচ আমি জানি
-রাতের আকাশে তুমি নেই।

কি অসহ্য রকম ফাঁকি দেই আমি
নিজেকে!
————————-
রশিদ হারুন
১৫/০৬/২০২০