সংসার জীবন থেকে সন্যাস নিয়ে যেদিন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম
সেদিনই কিছু কাছের মানুষ ঘরে এসে হাজির।
সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দরজা পার হওয়ার আগেই দেখলাম-
সবাই আমার জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগযোগ করা শরু করেছে!
শার্ট, প্যান্ট, জুতো সানগ্লাস, ঘড়ি
এমনকি পারফিউম
বিছানা,বালিশ, হাঁড়ি পাতিলও বাদ গেলো না
আলমারির ভিতর লুকানো যা ছিলো তাও কারো না কারো হাতে,
কয়েকজনকে সম্পত্তির দলিল নিয়ে টানাটানি করতে দেখলাম,
একজনকে দেখলাম ঘরের ইট ভাঙার জন্য হাতুড়ি ও নিয়ে এসেছে।
কাফনে মোড়ানো তীব্র কষ্টে
বুক ভরা হাহাকার নিয়ে আমি দেখলাম-
দেওয়ালে ঝুলানো আমার একটা ছবিও কেউ নিলো না
আর ছুঁয়েও দেখলো না
টেবিলে পড়ে থাকা আমার কবিতার খাতাটিতে।
——————
রশিদ হারুন
মন্ট্রিয়াল, কানাডা
১২/০৯/২০২৪