কালো মানুষ,
কে তোমাকে কালো বানাল?
পৃথিবীর সব কষ্ট আর অপমানের রং তুমি একাই তোমার বুকে নিয়েছ!
কেন নিলে?
তুমি কি জানতে
-পৃথিবীর তাবৎ অক্ষম সাদা মানুষরা তাদের অক্ষমতা আর ঘৃণা তোমার শরীরে ছুড়ে দিতে দিতে তোমাকে আরো কালো বানিয়েছে!
-কালো মানুষ,
তুমি এই অসময়ে পৃথিবীতে জন্মালে কেন?
তোমার উচিত ছিল ঈশ্বরের কাছে আর্জি জানিয়ে তোমার জন্ম পিছিয়ে দেওয়া,
অথবা স্থগিত করা।
-কালো মানুষ,
তোমার বয়স কত,
-ছেচল্লিশ?
না তোমার বয়স কয়েক হাজার বছর।
যেদিন থেকে কিছু সাদা মানুষ নিজের চোখ আর বুক শয়তানের কাছে সমর্পন করেছিলো,
-সেই দিনই তোমার জন্ম হয়েছিলো।
কালো মানুষ,
তোমার দেশ কোথায়,
আমেরিকা?
না তোমার আরো অনেক দেশ আছে,
আফ্রিকা, ব্রিটেন, ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশে
-সময় বদলে বদলে তুমি জন্মাও।
কালো মানুষ,
তোমার নাম কি,
জর্জ ফ্লয়েড?
না তোমার আরো অনেক নাম আছে,
আমেরিকায় তুমি মার্টিন লুথার কিং,
আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা,
ব্রিটেনে তুমি মার্ক ডুগান,
ফ্রান্সে তুমি বুনা তাওহে অথবা জিয়েঁদ বিনা,
জার্মানিতে তুমি ওউরি জালহ।
আসলে নাম বদলে বদলে তুমি বারবার ফিরে আসো এই পৃথিবীতে
-অক্ষম সাদা মানুষদের সমান হতে!
আশ্চর্য! তোমার সাহস!
জর্জ ফ্লয়েড তোমার অন্যায় ছিল,
-করোনা সংকটে তোমার কাজ হারিয়েছিলে,
তুমি বেকার হয়ে পড়েছিলে!
তোমার জীবনের দাম ছিল মাত্র বিশ ডলার।
জর্জ ফ্লয়েড তোমার অন্যায় ছিল
-তুমি কেন জানতে না!
পুলিশের পোশাক পরে ‘শভিন’ নামের এক সাদা রঙের শয়তান তার তিন সহচরসহ আসবে।
সে তোমাকে হত্যা করে উল্লসিত হবে
নিজেকে শ্রেষ্ঠ ভেবে।
জর্জ ফ্লয়েড তোমার ভুল ছিল -
তুমি মাত্র ৮ মিনিট ৪৬ সেকেন্ড এই শয়তানের হাঁটুর চাপ সহ্য করতে পেরেছিলে।
তোমার জন্মের পরই তোমার বাবা-মা তোমাকে কেন সাদা ওজনদার হাঁটুর চাপ সহ্য করার শিক্ষা দেয়নি!
আশ্চর্য মাত্র ৮ মিনিট ৪৬ সেকেন্ড সহ্য করতে পারলে!
তোমার লজ্জা পাওয়া উচিত ছিলো।
এতো কম কেনো তোমার সহ্য ক্ষমতা?
কেউ জানতে পারেনি! কেউ বুঝতে পারেনি!
-তাবৎ পৃথিবীর সাদা শয়তানের ঘৃণার ওজন ছিল সেই হাঁটুর চাপে,
-সেই দানবীয় চাপ শুধু টের পেয়েছিল তোমার বুক আর মন।
জর্জ ফ্লয়েড তুমি কি জানতে পেরেছিলে?
-তুমি মরে যাবার পরও সেই ঘৃণাভরা সাদা রঙের হাঁটু ১ মিনিট তোমার লাশকে চেপে ধরে ছিল।
জর্জ ফ্লয়েড,
তুমি শুধু শুধু বাঁচতে চেয়েছিলে,
অযথাই মাকে ডেকেছিলে,
সন্তান আর স্ত্রীর কথা মনে করেছিলে,
বোকার মতো ঈশ্বরের দোহাই দিয়েছিলে!
একেবারে অযথাই!
ঈশ্বরও মাঝে মাঝে অন্ধ আর বোবা হয়ে যায়!
তুমি কি জানতে না!
‘শভিন’ নামের সাদা চামড়ার শয়তানের কখনই কোনো মা-বাবা ছিল না।
তার জন্ম হয়েছে ঘৃণা আর অন্ধত্বের মিলনে,
-সে জন্মগতভাবে বধির আর অন্ধ ছিল।
তাই সে তোমার বাঁচার আকুতি শুনতে পায়নি।
আপনজনদের জন্য ভালোবাসাও দেখেনি তোমার চোখে।
-জর্জ ফ্লয়েড,
তুমি কীভাবে ভুলে গেলে মার্টিন লুথার কিং এর সেই কথা!
তোমার জন্যই তিনি বলেছিলেন,
“যদি উড়তে না পার তবে দৌড়াও,
-যদি দৌড়াতে না পার তবে হাঁট,
-যদি হাঁটতে না পার তবে হামাগুড়ি দাও,
-যাই করো না কেন সামনে এগিয়ে যেতে হবেই।”
সেদিন তোমার উচিত ছিল এই হাঁটুর বিরুদ্ধে লড়াই করা,
-কোনো আকুতি না
-কোনো সহানুভূতি না
-শুধু লড়াই, লড়াই, আর লড়াই।
জর্জ ফ্লয়েড, তুমি ভুলে গিয়েছিলে
তোমার দেশের উপর এখন চেপে আছে
-এক মস্ত সাদা শয়তানের দানবীয় হাঁটু।
আমি তোমার মৃত্যুর দোহাই দিয়ে আজ বলে যাচ্ছি,
-বেশি দেরি নেই যেদিন আমেরিকা নিজেই বলবে,
“'আমি আর নিশ্বাস নিতে পারছি না, প্লিজ....প্লিজ....প্লিজ”
———————————
রশিদ হারুন
০৪/০৬/২০২০