একটা জোনাকি পোকা কিলবিল করে আমার এই বুকে,
জোনাকির চোখে জ্বলে আমারই নষ্ট সময়,
অপেক্ষায় আছি,
তীব্র অপেক্ষায়,
তাই বুকের দরজা খুলে রাখি একজন মানুষের জন্য,
কোন একদিন আমাকে হুট করে ডেকে বলবে,
“চারিদিকে এতো অসময়,
চলো আমরা,
ভালোবাসা খুঁজতে বের হই”
————————————
রশিদ হারুন
২৯/০১/২০১৯