সকালবেলায় ঘর থেকে বের হতেই
সিঁড়িতে পড়ে থাকা একটা আধুলির গায়ে পিছলে পড়েছিলাম,
তারপর থেকে আমার সারা শরীর অদৃশ্য আধুলিতে ভরে গেছে।
সারাদিন ধরে মাথার মধ্যে শুধু ধাতব আধুলির ঝনঝনানি টের পাই।
দিন শেষে বাড়ি ফেরার পথে
তোমার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে অনেকবার ডাকলাম।
আধুলির ঝনঝনানি বাজিয়ে বিকট শব্দেও ডাকলাম অসংখ্যবার
তবুও দরজা খুলে দেখলে না,
উল্টো ভিখারি ভেবে জানলা দিয়ে আরেকটা আধুলি ছুঁড়ে দিলে শরীরে আমার।
একদিন এই তোমাকে দেখেও আমি রাস্তায় পিছলে পড়েছিলাম।

তুমি দেখো
আমি আমার ভিতরের বাহিরের সমস্ত আধুলি রাস্তার সবার মাঝে ছুঁড়ে দিয়ে
সন্ন্যাসী হয়ে যাবো।
না হয় একটু অমনোযোগে একদিন
তোমার ‌অথবা একটি ধাতব আধুলির গায়ে আমি ভারসাম্য হারিয়েছি
তবে আমি ভালোবাসা হারাইনি কখনো।
———————
র শি দ   হা রু ন
০৯/০৯/২০২০