বলা নেই কওয়া নেই
দুপুরের হঠাৎ বৃষ্টিতে উদাসী রাস্তার উপর
ধপাস করে একটা বিষণ্ণ আকাশ শুয়ে পড়লো।
আমি চোখ থেকে ভিজা চশমা খুলতে খুলতে অস্পষ্ট ভাবে দেখতে পেলাম-
কোলবালিশের মতো কিছু আদুরে মেঘ
রাস্তার সেই আকাশকে বুকে জড়িয়ে আছে,
আর একটা আস্ত বোকা নদী
সেই আকাশের পাশেই রাস্তার উপর একটু বসার জায়গা খুঁজছে।
আমি শহরের সবাইকে শুনিয়ে চিৎকার করে বললাম
-“এক জীবনের মোড়ে মোড়ে এতো কেনো ভেজা পথ?
আমার বুকের কবিতাগুলো
অযথাই বার বার জলে ছিড়ে যায়”।
————————
র শি দ হা রু ন
২৫/০১/২০২১