চলন্ত রিকশার হুড ফেলে,
যেদিন আচমকা চুম্বন দাবী করেছিলাম,
তুমি বলেছিলে,
“ইশ্”

যেদিন, একদিন, এইতো সেদিন,
খোলা রিকশায় আকাশ দেখতে দেখতে,
কাঁপা কাঁপা কন্ঠে যখন বলেছিলাম, “ভালোবাসি”
তুমি সেদিন দু’বার বলেছিলে,
“ইশ্,ইশ্”
সেই ‘ইশ্’ ছিলো আমার জীবন।

আজও তুমি ‘ইশ্’ বলো,
হয়তো কোনো রিকশায়,
অথবা দামী কোনো গাড়ীতে বসে,
আকাশ’টা একই আছে,
মানুষ’টা বদলেছে,
শুধু ‘ইশ্’ শব্দটা এখন আমার মরন।
—————————
রশিদ হারুন
১৭/০১/২০১৮