একদিন
ঘুম ঝরে যায়।
একদিন
সময় ঝরে যায়।
একদিন
অচেনা শহরের মাঝে
চেনা এক শহর ঝরে যায়।
একদিন
আমার মাঝে আরেক আমি
ঝরে যাই খুব গোপনে।
তারপর নিজেকেই ফেলে আসতে
বিড়ালের মতো বস্তা বন্দী করে
অস্হির হয়ে ঘুরতে থাকি,
এক চেনা শহরের খোঁজে।
কোনো একদিন,
কখোন যে আমার ‘বাবার জন্মভিটায়’
নিঃসংগ কড়াই গাছটার নিচে আমাকে ফেলে এসেছি বুঝতেই পারিনি।
শুধু টের পাই,
একটি ঘুম আর সময়
আমার সাথে ফিরছে অচেনা শহরে।
————————
রশিদ হারুন
১০/১১/২০১৯