মনোলীনা,
ঈশ্বরের কাছে নতুন জীবন চেয়ে চেয়ে আমি ক্লান্ত।
যখনই আমার
তোমাকে ছোঁয়ার আর পাবার সময় হয়,
প্রতিবার সেই সময়ই তুমি চলে যাও বহুদূর।

  -এতোদূর-
          -এতোদূর-
                -এতোদূর-

কেনো যে যাও?
আর ফিরতেই পারোনা পথ চিনে!
তুমি চলে যাও
অসংখ্য নদী, সমুদ্র, পাহাড়
আর আমার এক জনম দূর।

প্রতিবারই আমিও হারিয়ে ফেলি তোমাকে,
সাথে হারাই  আমার একটা করে জনম।
তোমাকে খুঁজতে খুঁজতে পার করে ফেলেছি আমার নিরানব্বইটি জনম।

নিরানব্বইটি জনমের পর
আমি বুঝতে পেড়েছি
তোমাকে পাবার জন্য
আমার জন্ম থেকেই
তোমার ঘরের দরজায়
ঠায় দাড়িয়ে থাকতে হবে পাহাড়াদার হয়ে।

মনোলীনা,
তোমাকে পাবার জন্য
আমার নিরানব্বইটি জনম যথেষ্ট নয়,
অন্তত একশত জনম লাগবে আমার।
———————————
রশিদ হারুন
২৩/০৮/২০১৯