অন্ধকার রাত্রিতে ছেলেটি উপরের দিকে ইশারা করে বললো,
“দেখো আকাশ’টা কতো সুন্দর,
যদি আকাশ হতে পারতাম”

মেয়েটি বললো,
“শুনেছি, আকাশে’র গায়ে একটা চাঁদ নাকি লেপ্টে থাকে রাতের বেলায়,
ঠিক আমার কপালের টিপ’টার মতো করে,
আমি যদি চাঁদ হতে পারতাম”

ছেলেটি দু’হাতে মেয়েটির মুখে ধরলো,
মেয়েটিও দু’হাতে ছেলেটির মুখ হাতরালো,
তারপর তারা দু’জন হাসতে হাসতে  একসাথেই বলে উঠলো,
“মানুষের চেয়ে সুন্দর কিছু এই পৃথিবীতে নেই,
তারচয়ে বরং আমরা মানুষই হবো।”
আশ্চর্য,
দু’জন অন্ধ মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখে ফেললো।

ঠিক সেই সময়,
একটি অন্ধ পেঁচা তাদেরই হাসি শুনে বলে উঠলো,
“বাহ্,
মানুষের হাসি যদি এতো সুন্দর হয়,
মানুষ দেখতে না জানি কতো সুন্দর!!”
—————————————
রশিদ হারুন
২৪/০৩/২০১৯