হলুদ প্রজাপতি দেখলেই
মনে পড়ে যায়-
পাশের বাসার সেই নারীটির কথা!

প্রতিদিনই মধ্য দুপুরে-
দোতালার বারান্দার গ্রীল ধরে রাস্তায় তাকিয়ে নারীটি কি যেনো খুঁজতেন!!
একদিন ডেকে জানতে চেয়েছিলাম-
“এই অশরীরীয় জঙ্গলের শহরে আপনি কি খুঁজেন বৃক্ষের মত দাড়িয়ে থেকে?”

তিনি একটি উদাসী দীর্ঘশ্বাস ছেড়ে
বলেছিলেন-
“মনের ভুলে একদিন এই দোতালার বারান্দায় দাড়িয়ে-
আমি একজন পুরুষের পাশাপাশি হাটতে হাটতে কোথায় যে গেলাম!!
আশ্চর্য!!
ফিরতে পারিনি তারপর থেকে!!
আমি একটি হলুদ প্রজাপতির অপেক্ষায় আছি,
যে আমাকে নিজের কাছে পৌঁছে দিবে”।

তারপর থেকে অনেকদিন
আমি শুধু একটি হলুদ প্রজাপতি হতে চেয়েছিলাম।
————————
রশিদ হারুন
২৬/১২/২০১৯