তার সাথে দেখা হওয়ার আগে রাতদিন ভাবতাম,
আমি কখনো স্থির হতে পারবো না এই জীবনে।
রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ একদিন অচেনা দোতালার বারান্দায়
তার সাথে চোখাচোখি হওয়ার পর বুঝলাম,
আমি জন্ম থেকেই ঐ বারান্দায় বাদুরের মতো
-স্থির হয়ে ঝুলে আছি তাকে দেখবো বলে।
——————-
রশিদ হারুন
০৯/০৭//২০২০