অনেক তো বয়স হলো,
তবুও আকাশে ঘুড়ি উড়তে দেখলেই মনটা উদাস হয়ে যায়।
আমার মন কেবলই ঘুড়ির সাথে উড়তে থাকে,
আর খুঁজতে থাকে ফ্রক পরা একটি মেয়েকে,
যে মেয়েটি দোতালার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমাদের বন্ধুদের ঘুড়ি উড়ানো দেখতো।
বয়স তো অনেক হলো
শরীর মন দুটিই ক্লান্ত।
তবু হঠাৎ করেই শরীর মন ভালো হয়ে যায় যখন দেখি কোনো ফ্রক পরা মেয়ে
আকাশে উড়ন্ত ঘুড়ির দিকে তাকিয়ে আছে।
—————————/—-
র শি দ হা রু ন
০৯/১১/২০২২