ভোরবেলার রেল গাড়ীটা
হঠাৎ আমার বুকে ঢুকে গেলো!
বুক জুড়ে তীব্র এক কষ্টের হূইসেল এর আওয়াজ
অসময়ে ঘুম থেকে জাগিয়ে দিলো  আমাকে।

পুরো বগি জুড়েই কষ্ট আর কষ্ট!
ফেলা আসা কষ্ট,
ভবিষ্যৎ কষ্ট
দেখা না দেখা কষ্ট ,
লাইনচূত্য হয়ে ট্রেনের পুরো বগি
ঢুকে গেলো
আমারই কান্নার জলজ বুকে।

একসময়
ছন্দ দিয়ে কান্নারআওয়াজ শুরু হয়  বুকে-

"রেলগাড়ী ঝিক ঝিক
কষ্ট পাবো দিক্ দিক্”।

আমি ভয়ে থাকি সবসময়
ভোরবেলার রেল গাড়ীটার ভয়।
তাইতো রেল লাইন থেকে
অনেক দূরে বসত গেড়েছিলাম।
অথচ,
আশেপাশে এতো মানুষ ,
এতো বাড়ীঘর;
কারোই কিছু হয়না
শুধু আমার বুকটাই ঠিক খুঁজে নেয় কষ্টের রেলগাড়িটা ।

আটকে পরা রেলগাড়িটা শুধু হূইসেল বাজিয়ে যায়
দিনরাত হূইসেল বাজায়।
অস্থির হয়ে ছটফট শুরু করে বুক থেকে মুক্তির জন্য,
ক্লান্ত হয়ে একসময় সব কষ্টই আমার বুকে ঢেল দেয়,
তারপর রেল গাড়ীটা মুক্তি পায়  কষ্ট থেকে।

আমি যেখানেই থাকি ,
যতই অফলাইনে থাকি না কেনো,
কষ্ট আমাকে
জিপিএস দিয়ে ঠিকই খুজেঁ নেয়!
-----------------------
কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
রশিদ হারুন
১৭/০৪/২০১৮