আজ গভীর রাতে আকাশে কেনো বৃষ্টির এত মাতামাতি!!
বৃষ্টির মাতলামিতে আমার আমার বুকেও মাতালামি শুরু হয় মূর্খ বালকের মতো।
আজ আমি বৃষ্টিতে ভিজবো।
ও মেঘ একবার শুধু তাকে ফরমান পাঠাও-
আজ রাতে যেনো সে বৃষ্টিতে না ভিজে।
বৃষ্টির জলেও আগুন ধরে যাবে তার শরীরের স্পর্শে।
সকাল হতেই তার শহরে বদনামের বাতাস বইবে তাকে নিয়ে।
আমিতো অন্য শহরে স্বেচ্ছায় বন্দি পরিযায়ী পাখির মতন।
ও মেঘ একবার শুধু তাকে ফরমান পাঠাও-
আজ যেনো সে বৃষ্টিতে না ভিজে,
আজ আমি বৃষ্টিতে ভিজবো।
তবুও গভীর রাতে আমার ঠোঁট কেনো পুড়ে যায় বৃষ্টির জলে!!
—————————
রশিদ হারুন
১৯/০৪/২০২০