আমার নিজস্ব ঘরে ফেরা হয়না অনেক কাল ধরে,
অথচ আমি প্রতি রাতেই ফিরি!
অথচ ঘরে ফিরিনা!
ফিরি ইট দেওয়ালের পরিচিত সেই পিরামিডে।
আমি বুক বন্ধ করে কোনোমতে পার করি জন্মান্তরের দীর্ঘ রাত।
আমার সাথে রাত পার করে
কিছু তেলাপোকা, মাকড়সা
আর আমারই মতো বিরহী বয়সী একটা টিকটিকি।
-এমন কেনো হয়?
তুমি না থাকলে আমার ইট পাথরে
সাজানো এই ঘরও পিরামিড হয়ে যায়!!
——————————————
রশিদ হারুন