পোষা আকাশ ছিলো একটা আমার,
যে’দিন থেকে আকাশ চিনেছি,
সেই দিন থেকেই বুকের ভিতর
আস্ত আকাশ’টাকে পুষছিলাম।

আমি যতো বড় হই
আকাশ’টা ও ঠিক ততটুকু হয়,
আকাশ’টা বড় হয়ে ছটফট করে নিঃসঙ্গতার,
একদিন তাকে তাই মুক্ত করে দিলাম।

আকাশ’টা আনন্দে ঘুরতে ঘুরতে,
পাহাড়ে ধাক্কা খেলো,
সমুদ্রে আছড়ে পরলো
আকাশ টের পেলো
পাহাড় আর সমুদ্রের
গোপন বিরহ খবর,
আকাশ’টার মন খারাপ হলো তাদের বিরহে।

আকাশের মন ভালো করার জন্য
পূর্নিমার চাঁদ’কে ডেকে আনলাম বুকে,
অমাবশ্যায়,
চাঁদকে যখনই পাওয়া গেলো না বুকে,
আকাশ’টা তখন কাঁদলো চাঁদের দুখে,
তখনই আমি বুঝলাম আমি প্রেমে পড়েছি।

এখন আমার বুকের ভিতর
একটা আকাশ নয়,
একটা চাঁদ ও নয়,
দাবড়ায় এপাশ ওপাশ
আমার গোপন সর্বনাশ।

—/———
রশিদ হারুন
২৬/০১/২০১৯