এই ঘুম বিকেলের প্রচণ্ড বৃষ্টিতে জানালার ফাঁকফোকড় দিয়ে
কিছু জল আমার গরম বিছানা ভিজিয়ে দিচ্ছে অল্প অল্প অল্প  করে।

শরীরের আলসেমি ভেঙে দোতালার জানালার কাচ টানতেই চোখ আটকে গেল একটা ছাতার উপর,
মনে হলো দু’জন নারী পুরুষ  আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে একই ছাতার নীচে বৃষ্টির জল থেকে বাঁচতে।

এমন বৃষ্টির বিকেলে তোমাকে যদি একবার আলিঙ্গন করা যেত,
বৃষ্টি কি থেমে যেত?
তোমার কথা মাথায় আসতেই বৃষ্টির জলে শীতল হয়ে যাওয়া আমার বিছানায় হঠাৎ আগুন ধরে গেল।

তোমার কথা ভাবতে ভাবতে আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরো শহরে আগুন ঝরে পড়ছে বৃষ্টির জলের সাথে,
ছাতার নীচের আলিঙ্গনরত নারী পুরুষ দু’জনও হয়তো পুড়ছে সেই একই জলের আগুনে।
——————
র শি দ  হা রু ন
২৮/০৬/২০২২