মন আমার ছেঁড়া ঘুড়ি  ,
তুমি করলে আমার আকাশ চুরি
আমার ঘুড়ি উড়বে এখন
কার আকাশে?

তুমি কি আমার আকাশ হবে?
বৃষ্টি ছাড়া ফুরফুরে আকাশ ,
যে’দিন তুমি আমার আকাশ হবে
সে’দিন হিংসুটেরা করবে শুধু ফিসফাস।
—————
রশিদ হারুন
০৭/০৯/১৮