আমার ভালোবাসা, অভিমান, বিরহ,
সুখ ,দুঃখ ,শরীর সহ
সবই তোমার জবরদখলে
আমি আমার ‘বিশ্বাস’টুকু রেখেছি শুধু আগলে
তবু প্রতারনা কেনো টের পাই
তোমার প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে ?
আমি প্রতি মূহুর্তেই খুন হয়ে যাই
যখন বুঝি তোমার নজর পরেছে আমারই বিশ্বাসে।
-----------
রশিদ হারুন
০৬/০৫/২০১৮