তুমি আমাকে প্রায়ই বলতে,
-কী আজেবাজে কবিতা লেখ!
আমি কিছুই বুঝি না।
আমি হাসতাম-তখন শুধুই হাসতাম।

বিশ বছর আগে তুমি চলে যাবার সময় যেমনটা দেখেছিলে,
আমি এখনও সেই আজেবাজে কবিতাই লিখি।

তারপর থেকে মাঝেমাঝে আমার এলোমেলো কিছু কবিতার শব্দ,
আমার এলোমেলো জীবনের সাথে মাখামাখি হয়ে,
-তোমার চলার পথে বসে বসে আজেবাজে ভাবে শুধু ভিজে।
—————————
রশিদ হারুন
১০/০৬/২০২০