গলির কালো কুকুরটা
আমাকে দেখলেই ঠিক পিছপিছ ঘুরবেই।
যতক্ষণ হাঁটতে  হাঁটতে সিগারেট টানব
অথবা বিদ্যুতের তারের উপর বসা কাকের দিকে তাকিয়ে থাকব,
ততক্ষণই কুকুরটা আমার সাথেই থাকে।
কদিন আগেও কালো কুকুরটার সাথে লাল রঙের একটা মাদী কুকুর ঘুরঘুর করত।
এখন অন্য আরেকটার সাথে দেখি সেই মাদী কুকুরটাকে।
আমি একটু দাঁড়ালেই কুকুরটা আমার স্থির ছায়ার উপর বসে থেকে আমার দিকে তাকিয়ে থাকে,
অথবা আমি কুকুরটার ছায়ার উপর দাঁড়িয়ে থাকি।
প্রতারণায় মানুষ আর কুকুরের ছায়া
রাস্তায় শুধু ‌অদল বদল হয়,
এক সময় ছায়ারাও ভুলে যায়
কে মানুষের
আর
কে কুকুরের।
——————
রশিদ হারুন
০৪/০৭/২০২০