অভিমানে ভরা ছিল মন
কেউ বুঝেনি,
শুধু বুঝেছিল ঘরের আয়না।
নিজের গাল নিজেই টিপে
লুকিয়ে আদর করেছিলাম একবার,
কেউ টেরও পায়নি
হঠাৎ বৃষ্টিতে সব ভিজে একাকার।
বৃষ্টির জলে ভেজা সব অভিমান
গোপনে ফেলে দেই ডাকবাক্সে,
সেই অভিমান চিঠিতে ভরে
ডাকপিয়ন দিয়ে আসে তার বাড়ি।
কেউ জানতেও পারেনি
চিঠির সেই খবর,
বুকে শুধু দাবড়ায়
এক বৃষ্টি ভেজা হাহাকার।
——————
র শি দ হা রু ন
২৪/০৮/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা