অ-ঘুমে আমার একলা বিছানায়
আগুন লাগে প্রতি রাতেই!
আগুনের তাপে আমার চোখ পুড়ে যায়,
চোখের টল টল জলে আরও আগুন বাড়ে বিছানায়।
আমার জলে ভরা বোকা চোখ আগুন বিছানায় জ্বলতে দেখে,
-কিছু বোবা কথা,
- পাঁচটি গোপন অপমান
-একটি প্রত্যাখ্যান
-আমারই একলা জীবন আর একটা অসমাপ্ত আদরের ঘুম।
একলা বিছানায় আমার হৃদয় পুড়ে যায় -স্বমেহনে।
———————
রশিদ হারুন
১০/০৬/২০২০