আমার বন্ধু শাহেদ গভীর ঘুমের মাঝে হঠাৎ করেই হাঁটা শুরু করতো।
এই ঘুমের মাঝেই হাঁটতে গিয়ে একযুগ আগে সে যখন আর ফিরলো না
সবাই ধরে নিয়েছিলাম সে আর ফিরবে না কখনোই।
অথচ এক গভীর রাতেই অকস্মাৎ শাহেদ ফিরে আসলো
বহু দিনের না কাটা লম্বা চুল-দাড়ি নিয়ে।
তার সন্ন্যাসী ভাবের চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো
-সে আসলে এখনো বাড়ি ফিরেনি!
তবুও আমি তার কাছে জানতে চেয়েছিলাম,
কোথায় ছিলো সে এতোদিন?
শাহেদ এমনভাবে বললো
যেনো কিছুই হয়নি
-গভীর রাতে ঘুমের মাঝে বারবার একটি জোনাকি পোকা তাকে ডাকছিল,
তাই ঘুম থেকে জেগে সে সেই জোনাকিটি খুঁজতে বের হয়েছিলো,
অনেক খোঁজাখুঁজি করেও যখন সে জোনাকিটি আর পেলো না
তারপর হঠাৎ করেই একদিন আবার তার মনে হয়েছে
জোনাকিটি হয়তো তার বিছানায় বসে আছে তারই অপেক্ষায়।
শুধু জোনাকিটির জন্য সে ফিরে এসেছে বাড়িতে,
সেই জোনাকিটির আলোতে  সে একবার শুধু দেখতে চায় তার নিজের  ছায়া!
আমার জানতে চাওয়া উচিত হয়নি,
বড় ভুল করেছি বন্ধুর কাছে জানতে চেয়ে
-তারপর থেকে শাহেদ ঘুমালে
আমি সারারাত বসে থাকি তার বিছানার পাশে
সেই জোনাকিটির অপেক্ষায়;
জোনাকির আলোতে আমারও ছায়াটি দেখবো বলে।
এক একজন মানুষ সারাজীবন ধরে  শুধু খুঁজে বেড়ায়
-শেষ রাতে উড়ে যাওয়া তার স্বপ্নগুলো
আর উড়ে যাওয়া তার একজীবন।
——————
র শি দ  হা রু ন
৩০/১২/২০২০