একজন পুরুষ মন খারাপ করে
খোলা মাঠে শুয়ে রাতের আকাশ দেখছিল।
হঠাৎ হঠাৎ ক্ষতবিক্ষত চাঁদ
অদৃশ্য হয়ে যাচ্ছিল মেঘের আড়ালে।
মাঝে মাঝে পুরুষটির চোখ দিয়ে
কোনো এক কষ্টের জল গড়িয়ে পড়ছিল সবুজ ঘাসের উপর।
চোখের জলে তৃষ্ণার্ত ঘাস পিপাসা মিটিয়ে বড় হচ্ছিলো সেই সময়।
একসময় রাতের মধ্যেই পুরুষটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল সবুজ ঘাসের আড়ালে।

এক সপ্তাহ পর একজন নারী একা এসে-
ঘাসের ভিতর সুই খোঁজার মতো খুঁজলো পুরুষটিকে।
শুধু পেলো কিছু জল-
যা সবুজ ঘাসদের পিপাসা মিটিয়ে এখনও রয়ে গেছে।

একসময় নারীটিও কাঁদতে কাঁদতে ফিরে গেলো-
মাটিতে কুড়িয়ে পাওয়া মুঠোভর্তি জল নিয়ে।

দুটি কাক একটু দূরে বসে সবই দেখল।
তারা আলাপ করছিলো,
-“পুরুষটি নারীর খুবই আপন  
ছিল বোধহয়,
- নাহলে এভাবে কেউ কারো জন্য কাঁদে!”
-“মন খারাপ থাকলে এভাবে রাতের আকাশ দেখতে নেই।
আজকাল প্রায়ই কিছু পুরুষ,
মন খারাপ করে এখানে মাঠের সবুজ ঘাসে হারিয়ে যাচ্ছে রাতের বেলা!”
—————————————
রশিদ হারুন
১১/০৩/২০২০