অনেকদিন হলো একটি কাঠের কফিন বানিয়ে
তার মধ্যেই ঢাকনা আটকিয়ে
অন্ধকারে শুয়ে থাকি সারা রাত।
একটি অসম্পূর্ণ কবিতাও আমাকে তার বুকে জড়িয়ে সারা রাত শুয়ে থাকে আমারই সাথে সেই অন্ধকার কফিনে।
যখনই দিনের বেলায় সূর্যের আলোতে আয়নায় তাকাই
আঁতকে উঠি নিজেকেই দেখে,
এই বুকে শুধু একটি অসম্পূর্ণ কবিতা নয়
এক ভয়ানক অসম্পূর্ণ আমাকেও আমি বয়ে বেড়াচ্ছি।
দিনের বেলা সবাই দেখে
একটি অসম্পূর্ণ কবিতা আর একটি অসম্পূর্ণ মানুষ
যেখানেই যায় তারা কাঁধে করে সব সময় বয়ে বেড়ায়
একটি অক্ষমতার কফিন।
—————————————
র শি দ হা রু ন
২১/১১/২০২০