ধরো একদিন,
তুমি আমায় অনেকবার ফোন করলে
অথচ একবার’ও কেউ
হ্যালো’ই বললো না,
যদি দেখ ম্যাসেন্জার ও Unseen,
তবে ভেবে নিয়ো
আমি আজ বিষাদে ডুবেছি।
আমার বিষাদের গল্প
কোনো মানুষ’কে বলিনি,
শুধু বাতাস’কে বলেছি,
মানুষ জানলে অনেক কথাই হতো,
কার দোষে বিষাদে ডুবেছি
তাকে গালমন্দ করতো,
বাতাস জানলে
নিজেরাই শুধু ফিস ফিস করবে।
অনেক’তো হলো
মানুষ মানুষ খেলা
এবার আকাশ হয়ে দেখি,
মানুষের মতো
আকাশের বুকেও বিষাদ ঘুমা’য় কি না?
——————————-
রশিদ হারুন
০৯/০৬/২০১৮